শাকিব খান বাংলাদেশের একজন অন্যতম নায়ক। তার নতুন ছবি নবাব এর গান ইতোমধ্যে অনেক সারা পেয়েছে। বাবলি এবং সাকিব খান এর জুটি এখন অনেক জন প্রিয়। যদিও কয়েকমাস আগে তার স্ত্রী অপু বিশ্বাস এর সাথে কিছু সমস্যা হয়েছিল, যার জন্য সাকিব খান কে অনেক কথা শুনতে হয়েছিল। মিডিয়া তে এতো সমালোচনা এর পরও সাকিব কে কেউ আটকে রাখতে পারেনি। যা প্রমান করে সাকিব খান কত জনপ্রিয়। ইউটুবে তার নতুন সব গান গুলোতে কোটি ভিউ তেওঁ পৌছে গেছে, যা বাংলাদেশ এর মতো ছোট দেশ এর জন্য অনেক বড় বেপার। যাইহোক, এই পোস্ট থেকে আপনি শাকিব খানের নতুন ছবি গুলো ডাউনলোড করতে পারবেন। গানগুলো ক্রিয়েটিভ কমন। অর্থাৎ এগুলো কপিরাইট প্রোটেক্টেড না।
সম্প্রতি ঢালিউড,বলিউড ও হলিউডের যেসব হিরোদের মুভি ও অভিনয় নিয়ে বেশ আলোচনা হচ্ছে তারা হল শাহরুখ খান, শাকিব খান ও ভিন ডিজেল। এর মধ্যে সাকিব খান অনেক জন প্রিয়। লন্ডনে শাকিব খান চালবাজ সিনেমার হিপ হপ ড্যান্সিং গানের শুটিংয়ের একটি দৃশ্যে ঢালিউড কিং শাকিব খান ও শুভশ্রী। দেখে মনে হচ্ছে দারুন একটি গান উপহার পাবো, সাথে পাবো দুজনের দূর্দান্ত ড্যান্স উপহার, আসছে চালবাজ ঢালিউডে নতুন ইতিহাস রচনা করতে, আরেকটি ধামাকার জন্য রেডি হয়ে যান।
উত্তম আকাশ পরিচালিত ‘আমি নেতা হবো’ মুভির ""লাল লিপস্টিক ""শিরোনামে একটি আইটেম গানে পারফর্ম করবেন শাকিব খান ও বিদ্যা সিনহা মিম। গানটি লিখেছেন, প্রিয় চট্টোপাধ্যায়। আর কণ্ঠ দিয়েছেন, তৃষা,ও আকাশ।কোরীওগ্রাফী করেছেন তানজীল আলম, ডিজাইনার ও স্টাইলিষ্ট হিসেবে ছিলেন-রামীম রাজ। শাকিব খান না থাকলে মনে হয় পুরো চলচ্চিত্র জগৎ টাই উদাও হয়ে যায়। মাত্র ১৫ দিনের জন্য কিং খান দেশের বাইরে গেল আর তাতেই সব কাজ আটকে গেল। একেই বলে বসের পাওয়ার ওয়ান এন্ড ওয়ানলি কিং খান।
নবাব ছবিটা ভাল হইছে। শাকিব খান কে খুব স্মার্ট লাগছে। বাংলাদেশের পরিচালকরা শাকিব খান কে প্রপার ইউজ করতে পারে নাই কিন্তু কলকাতার পরিচালকরা সঠিক ব্যবহার করছে। মুভিটা ভালো, বাট শাহরুখ খানের বাদশাহ মুভির কপি, ওইটা একটু রোমান্টিক টাইপের ছিলো আর অন্যরকম কাহিনী নিয়া হয়। আর নবাব একটা কাহিনী নিয়াই ফুল একশন আর কি। আর একটু কাহিনী হইলে ভালো হইতো, বাট শাকিবকে অনেক অনেক স্মার্ট লাগছে ।
এইটা চলচ্চিত্র পরিবার সংগঠন যা নামেমাত্র কয়দিন আগে গঠিত হয়েছে তারা নিষিদ্ধ করেছে, সকল প্রযোজক, পরিচালক ও হল মালিকেরা করে নাই ... এফ.ডি.সি তেও যদি নিষিদ্ধ করা হয় তাও শাকিব খান ও জাজ এর মুভি চলবে কারণ সেন্সর বোর্ড ও সিনেমা হল কোন সমিতি ও সংগঠনের কথায় চলে না .... এই নামমাত্র সংগঠনের সাথে যারা জড়িত তাদের বাহিরের প্রযোজক ও পরিচালকদের সাথে শাকিব কাজ করতে পারবে এবং তা রিলীজ ও দিতে পারবে ... তো এই নিষিদ্ধতা কোন সমস্যা নাই ... শাকিব ছিলো সে থাকবে .... শাকিব যদি মুভি না করতে পারে তাহলে কেউ আর হলে বাংলা মুভি দেখতে যাবেও না, এমনিতেই যায় না আরো কেউ যাবে না ... এদের ক্ষোভ একটাই জাজ কেন এই আবালদের কাস্টিং করে না ... তোদের মধ্যে যদি নূন্যতম কোয়লিটি থাকতো তাহলে জাজ অবশ্যই তোদের নিতো .... জনগণ আর বস্তা পচা জিনিস দেখতে চায় না ... জাজ যা তৈরী করছে সেইগুলাই ৯৫ % জনগণ এখন চায় ... আজ আমাদের মতো ইউনিভার্সিটি শিক্ষার্থীরা হলমুখি হচ্ছে জাজ এর প্রযোজিত মুভিগুলা দেখতে তা তাদের সহ্য হচ্ছে না।
একদম ঠিক হয়েছে, তারা যৌথ প্রযোজনার নামে প্রতারণা করেছে। তাছাড়া শাকিবের মতো বি গ্রেড এ্যাক্টর আই রিপিট বি গ্রেড এ্যাক্টর নট নায়ক সে ফারুক সাহেবের মতো লিজেন্ড অভিনেতা ও মুক্তিযোদ্ধাকে অপমান করে কথা বলেছে। শাকিব আসলে অভিনয়ের 'অ' জানেনা, সে চেহারা দিয়ে করে খাচ্ছে যার প্রমান সে সমাজের সর্বস্তরে জনপ্রিয়তা পায়নি। আর বাংলা সিনেমা মানুষ দেখলে দেখবে না দেখলে নাই, তাই বলে ভালতীয় বস্তাপচা অর্ধনগ্ন গান সংবলিত রিমেক সিনেমা দিয়ে হল বাচাতে হবে এটা কেমন কথা? এমন রীতি দুনিয়ার কোন ফ্লিম ইন্ডাস্ট্রিতে আছে? অবশ্যই আছে। পুরো পাকিস্তান এ বলিউড এর মুভি দাপিয়ে চলছে না? আর ভারতীয় মুভিকে বস্তাপচা বললে সত্যি বলতে বাংলাদেশের মুভিকে বলার কিছুই থাকে না। বাংলাদেশের ফ্লিম ইন্ডাস্ট্রির দূরবলতায় একের পর এক হল বন্ধ হইছে যেগুলো আসে তারা অন্তত থাকতে চায় বলে এই দিন। পুরো পাকিস্তান বলিউড কাপিয়ে বেড়ানোর যুক্তিকতা আছে কারন পাকিস্তানী শিল্পিরাও ভারত কাপাচ্ছে, আতিফ আসলাম+রাহাত ফাতেহ আলীর গান ছাড়া বলিউডে কোনো বিগ বাজেটের মুভি হয়না। আর নবাব, শিকারী, বস, বস ২ এইগুলারে যদি আপনার কাছে মাস্টারপিস ফ্লিম মনে হয় তাইলে আপনার সঙ্গে তর্ক করা বৃথা, তেমনি সাকিব এর গান গুলো ইন্ডিয়াও, পাকিস্তান এ সারা পাচ্ছে।